আমাদের প্রায় সবারি একাধিক Yahoo আইডি আছে। কিন্তু আপনি যদি Yahoo Messenger দিয়ে চ্যাটিং করতে চান তবে একটির বেশি আইডি দিয়ে
অনলাইনে আসা যায়না। এটা খুবই বিরক্তিকর। কিন্তু আপনাদের যে ট্রিকস্ টি দেখাবো এটির মাধ্যমে আপনি একাধিক
Yahoo Messenger চালু করতে পারবে এবং দুটো বা আপনার যত খুশি আইডি একসাথে ব্যবহার করে চ্যাটিং করতে
পারবেন।এর জন্য আপনাকে প্রথমে Start থেকে Run এ যেতে হবে এবং টাইপ করুন regediএরপর Enter চাপ দিন।
তারপর HKEY_CURRENT_USER ——–> Software —>yahoo —–>pager—->Test এভাবে যান।
ডানপাশের পেজে রাইট ক্লীক করুন এবং new থেকে Dword value তে ক্লীক করুন।
ফাইলটি রিনেইম করুন Plural নাম দ্বারা।
ফাইলটিতে ডাবল ক্লীক করুন এবং decimal ক্লিক করুন ও Value দেন 1
হয়ে গেল। এখন আপনার ইয়াহু মেসেজ্ঞার একটার পর একটা খুলুন এবং সেগুলোতে লগইন করুন।
No comments:
Post a Comment