Friday, January 22, 2010

Yahoo তে Mail পাওয়ার পর যেভাবে Auto Response করবেন



আপনাকে কেউ যদি মেইল করে তবে সে সাথে সাথেই Auto response রুপে আপনার সেভ করা একটা মেইল পাবে। Yahoo Auto Response সার্ভিসটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরন করুন:

১) www.yahoomail.com এ আপনার আইডি সাইন ইন করুন।
২) এরপর options হতে Mail Options এ প্রবেশ করুন।
)তারপর Vacation Response প্রবেশ করুন।
৪) Message Box-এ আপনার যে Message, Auto Response করতে চান তা লিখুন। এরপর Auto respond from & up until ডেট ঠিক করুন।
৫) Send a sample copy to my inbox এ টিক চিহ্ন দিন। আর যদি চেক করতে চান তাহলে Enable auto-response during your vacation এ টিক চিহ্ন দিন।
৬) এবার Save Changes এ ক্লিক করে Back to Mail এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ :)

No comments:

Post a Comment